এই প্রবন্ধে আমরা যা জানবো:
- সিঙ্কিং ফান্ড বা প্রতিপূরক তহবিল কি?
- কেন এটি প্রয়োজনীয়?
- এর জাবেদা কি হবে?
- What is Sinking Fund and what will be the journal for it?
- Why is it useful?
- What will be the journal?
Sponsor of this article:
সিঙ্কিং ফান্ড বা প্রতিপূরক তহবিল কি?
প্রতিপূরক তহবিল ( Sinking Fund) হচ্ছে এমন এক তহবিল যা দায় পরিশোধ অথবা সম্পদ পরিবর্তন করতে কাজে লাগানো হয়।কেন এটি প্রয়োজনীয়?
কারণ সম্পদ পরিবর্তন সব সময় হয় না। যখন হয় তখন তার ব্যয় অনেক হয়। সে চাপ মোকাবেলা করার জন্য এই তহবিল গড়ে তোলা হয়ে। সব সময় ঋণ পাওয়া যায় না। সে দিক থেকে এই তহবিল গড়ে তোলা বেশ সুবিধা জনক। এতে বাড়তি খরচ কমে।
এর জাবেদা কি হবে?
বিষয়টির সমাধান সহজ। উচ্চমাধ্যমিক এর বই অনুযায়ী তফসিল ১১ কোম্পানি আইন অনুযায়ী দায় ও মালিকানা স্বত্ব পাশে বসবে। প্রতিপূরক তহবিল তৈরী করতে টাকা লাগে। কিন্তু এই টাকা সরাসরি ক্যাশ থেকে নাও আসতে পারে। কিন্তু এই টাকা অবশ্যই মুনাফা থেকে আসে। তাই লাভ লোকসান হিসাব কমে ডেবিট হবে। আর তহবিলটি অবধারিত ভাবে ক্রেডিট হবে। তবে এই ধারা অনুসরণ করা বাধ্যতামূলক নয়।আরেকটি তত্ত্ব রয়েছে। যেহেতু এটি ভবিষ্যতে দায় পরিশোধ করবে তাই এই ফান্ড কে সম্পদ ধরে নন কারেন্ট অ্যাসেট এর মধ্যে অন্তর্ভুক্ত করে ক্যাশ কমাতে হবে।
What is Sinking Fund and what will be the journal for it?
A sinking fund is a fund which we create to pay debt on time or to replace assets.
Why is it useful?
Sometimes the credit supplier or banks don't provide sufficient amount of loan for purchasing an asset that time it is extremely useful. When it comes to the maturity time of a bond, we need cash in hand to repay the lender. That time we may not have sufficient cash in hand. To overcome this problem, we can reserve the cash every month into a sinking fund.
Comments
Post a Comment