অপ্রদর্শিত আয় অথবা আয় বহির্ভুত সম্পদ যদি এনবিআর ধরতে পারে তাহলে বেশ কঠিন শাস্তি পেতে হবে। তবে সঠিক উপায়ে যদি বিনিয়োগ করা হয় তাহলে এ ঝামেলা থেকে বাঁচা সম্ভব।
কোনো ফ্লাট বা জমি কিনলে এনবিআর এর উৎস্য খুজবেনা যদি এই আইনের ব্যবহার করা হয়।
আমার এই প্রবন্ধের মূল উদ্দেশ্য হলো যারা তাদের অর্থের উৎস অপ্রদর্শিত রেখেছেন তারা যেন এই অপরাধ থেকে আইনি উপায়ে বেরিয়ে আসতে পারেন। এই প্রবন্ধটি শুধুমাত্র আইনের একটি ধারা ধরে ব্যাখ্যা করার এবং পাঠককে ধারণা দেয়ার জন্য লেখা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই আইন বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন।
Income Tax Ordinance 1984 অনুযায়ী অপ্রদর্শিত সম্পদকে চলতি বছরের আয় ধরে কর আরোপ ও পাশাপাশি এর মালিককে শাস্তি প্রদান করা হবে। তবে অধ্যাদেশের 19BBBBB. Special tax treatment in respect of investment in residential building and apartment ধারা অনুযায়ী এলাকা ভেদে বিশেষ কর পরিশোধ করলে সে আয়ের উৎস খোঁজা হবেনা। করের পরিমান:
কোনো ফ্লাট বা জমি কিনলে এনবিআর এর উৎস্য খুজবেনা যদি এই আইনের ব্যবহার করা হয়।
আমার এই প্রবন্ধের মূল উদ্দেশ্য হলো যারা তাদের অর্থের উৎস অপ্রদর্শিত রেখেছেন তারা যেন এই অপরাধ থেকে আইনি উপায়ে বেরিয়ে আসতে পারেন। এই প্রবন্ধটি শুধুমাত্র আইনের একটি ধারা ধরে ব্যাখ্যা করার এবং পাঠককে ধারণা দেয়ার জন্য লেখা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই আইন বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন।
যাদের ক্ষেত্রে এই আইন কার্যকর নয়:
- যারা অর্থ অবৈধ উৎস থেকে অর্জন করেছে।
- যারা বেআইনি পণ্যের ব্যবসা থেকে অর্থ উপার্জন করেছে।
আইনের ব্যাখ্যা:
- গুলশান মডেল টাউন, বনানী, বারিধারা, মতিঝিল কমার্শিয়াল এরিয়া এবং ঢাকার দিলখুশা কমার্শিয়াল এরিয়া: 1. প্রতি বর্গ মিটারের জন্য ৫০০০ টাকা যদি যায়গা, ফ্লাট এর পরিমান ২০০ মিটার পার না করে।
2. প্রতি বর্গ মিটারের জন্য ৭০০০ টাকা যদি যায়গা, ফ্লাট এর পরিমান ২০০ মিটার পার করে। - ঢাকার ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া, ডিওএইচএস, মহাখালী, লালমাটিয়া হাউসিং সোসাইটি, উত্তরা মডেল টাউন, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া , ঢাকা ক্যান্টনমেন্ট, কাওরান বাজার, বিজয়নগর, সেগুনবাগিচা, নিকুঞ্জ এবং চট্টগ্রাম এর পাঁচলাইশ, খুলশী, আগ্রাবাদ এবং নাসিরাবাদ:
1. প্রতি বর্গ মিটারের জন্য ৪০০০ টাকা যদি যায়গা, ফ্লাট এর পরিমান ২০০ মিটার পার না করে।
2. প্রতি বর্গ মিটারের জন্য ৫০০০ টাকা যদি যায়গা, ফ্লাট এর পরিমান ২০০ মিটার পার করে।
- উপরের উল্লেখিত এলাকার বাহিরে যেকোনো সিটি কর্পোরেশন এলাকাতে:
1. প্রতি বর্গ মিটারের জন্য ২০০০ টাকা যদি যায়গা, ফ্লাট এর পরিমান ২০০ মিটার পার না করে।
2. প্রতি বর্গ মিটারের জন্য ৩০০০ টাকা যদি যায়গা, ফ্লাট এর পরিমান ২০০ মিটার পার করে। - পৌরসভা এলাকা:
1. প্রতি বর্গ মিটারের জন্য ৬০০ টাকা যদি যায়গা, ফ্লাট এর পরিমান ২০০ মিটার পার না করে।
2. প্রতি বর্গ মিটারের জন্য ৮০০ টাকা যদি যায়গা, ফ্লাট এর পরিমান ২০০ মিটার পার করে। - উপরের বাদে অন্য কোন এলাকার জন্য:
1. প্রতি বর্গ মিটারের জন্য ৪০০ টাকা যদি যায়গা, ফ্লাট এর পরিমান ২০০ মিটার পার না করে।
2. প্রতি বর্গ মিটারের জন্য ৬০০ টাকা যদি যায়গা, ফ্লাট এর পরিমান ২০০ মিটার পার করে।
[ করের পরিমান ২০% বেশি হবে যদি বিনিয়োগকারীর একাধিক বাড়ি বা জমি থাকে। ]
Comments
Post a Comment